রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাহুবলের ফয়জাবাদ হাইস্কুলে প্রথম শহীদ মিনার স্থাপন
বাহুবলের ফয়জাবাদ হাইস্কুলে প্রথম শহীদ মিনার স্থাপন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::(১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মি.) বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের প্রথম শহীদ মিনার স্থাপিত হলো ফয়জাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে৷
রশিদপুর চা বাগান সংলগ্ন বিদ্যালয়টিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অর্থায়নে ১ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মিনার স্থাপন করা হয়৷
৩০ অক্টোবর রবিবার সকালে এ শহীদ মিনার উদ্বোধনকালে কেয়া চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আজ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের শ্রমিকসহ আশপাশের গ্রামের সন্তানরা এ শহীদ মিনার পেলো৷
তিনি বলেন, পর্যায়ক্রমে এ উপজেলার সবকটি সেরা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার চেষ্টা করব ৷
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আল রশিদ এর সভাপতিত্বে ও কমিটির সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী প্রভাষক আফতাব উদ্দিন, রশিদপুর চা বাগানের ম্যানেজার শাহ্ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. বশির মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিত কুমার দেব প্রমুখ৷





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী