বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঐতিহাসিক মহাস্থান হাটের বেহাল দশা
ঐতিহাসিক মহাস্থান হাটের বেহাল দশা
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজি হাট বগুড়া শিবগঞ্জে’র ঐতিহাসিক মহাস্থান হাট৷ হাটে শীতের সবজি’র সমারাহ হলেও খুচরা বাজারে দাম বেশী৷ আর সেই হাটের এখন বেহাল দশা৷
জানাযায়, মহাস্থান হাটে শীতকালিন মৌসুমে সবজি’র দাম পাইকারী ও খুচরা বাজারের মধ্যে তুলনামূলক বেশী হয়ে থাকে৷ হাট-বাজারে ফুলকপি ৮শত থেকে ১হাজার টাকা প্রতিমন যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫থেকে ৪০টাকা কেজি, পাতাকপি শত করা ১৮শত থেকে ২হাজার টাকা খুচরা বাজারে প্রতিটি পাতাকপি ২৫থেকে ৩০টাকা৷ বরবটি কালাই ৮শ থেকে ১হাজার টাকা মন খুচরা বাজারে ৩০থেকে ৩৫টাকা কেজি৷ মুলা ৭শত থেকে ৮শত টাকা মন খুচরা বাজরে ২৫থেকে ৩০টাকা কেজি, লাল শাক আঁটি শত করা ৪শত থেকে ৫শত টাকা খুচরা বাজারে প্রতি আঁটি ৭থেকে ৮টাকা৷ বেগুন ৮শত থেকে ৯টাকা মন খুচরা বাজারে ৪০টাকা কেজি, তরকারি কলা প্রতি হালি ৮থেকে ১০টাকা খুচরা বাজারে ২৫থেকে ৩০টাকা হালি৷
হাট-বাজারে সরকারী ভাবে মনিটরিং না থাকায় স্বল্প আয়ের মানুষগুলো শীতকালিন কাঁচা শাক সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছে৷ ব্যবসায়ীরা জানান, প্রতি বস্তা কাঁচামাল ক্রয় করার পর খাজনা-লেবার (শ্রমিক) খরচ ও রাস্তায় পুলিশি ও শ্রমিকদের চাঁদা দিতে আমরা হিমশিম খাচ্ছি৷
সরকারী ভাবে নির্ধারন করা খাজনার চাইতে হাটগুলোতে বেশি খাজনা গ্রহণ করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন৷
এ ব্যাপারে মহাস্থান হাট পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান, আলহাজ্ব আজমল হোসেন ও মোশারফ হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গতবছরে মহাস্থান হাট ইজারা ছিল প্রায় আড়াই কোটি টাকা৷ এবছরে হাট ইজারা নেওয়া হয়েছে প্রায় পনে চার কোটি টাকা৷ আমরা সরকারী নির্দেশনা অনুযায়ী খাজনা আদায় করছি৷
ব্যবসায়ীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, এতো টাকা হাট ইজারা হলেও মহাস্থান হাটের কোন উন্নয়ন হচ্ছে না৷ পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যপ্ত নেই৷ মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের জায়গা ‘খানা-খন্দ’কে ভরা৷ নেই ব্যবসায়ীদের বিশ্রামাগার৷ হাটের এসব চলমান সমস্যাগুলো দ্রুত সমাধানে হাট পরিচালনা কমিটি ও প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত