সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে ফদাংতাং পার্বত্য জেলা রোভার মুট উদ্ভোধন
রাঙামাটিতে ফদাংতাং পার্বত্য জেলা রোভার মুট উদ্ভোধন
সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.০০মি.) রাঙামাটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফদাংতাং পার্বত্য জেলা রোভার মুট-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সোমবার সকালে ৩৩৩ ম-৩৩ রাঙামাটি আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি রিজার্ভ বাজারের স্কাউট ভবনে পার্বত্য জেলা রোভার মুট উদ্ভোধন করেছেন।
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট এর সভাপতি মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ,জেলা রোভার স্কাউটস ও পার্বত্য জেলা রোভার মুট ক্যাম্প এর কমিশনার বাঞ্চিতা চাকমা ও প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ।

ফদাংতাং পার্বত্য জেলা রোভার মুট শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে ক্যাম্প উদ্ভোধন করেন প্রধান অথিতি ফিরোজা বেগম চিনু এমপি ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ৩য় বারের স্কাউট এবং ২০১৬ এর রোভার মুট এর সদস্য সচিব নুরুল আবছার।

এবারের রোভার স্কাউটস ও রোভার মুট ক্যাম্পে রাঙামাটি পার্বত্য জেলা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার ৪টি জেলার মাইনী সাবক্যাম্প, কাচালং ডিগ্রি কলেজ রোভার স্কাউট , বাংরাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউট রোভার স্কাউট, গুইমারা কলেজ রোভার স্কাউট, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার স্কাউট, মহালছড়ি ডিগ্রি কলেজ রোভার গ্রুপ,বান্দরবান সরকারী কলেজ, কক্সবাজার সরকারী কলেজ, ডুলাহাজরা ডিগ্রি কলেজ রোভার স্কাউট, কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট, ঈদগাহ ফরিদ আহমেদ ডিগ্রি কলেজ রোভার স্কাউট, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ, রাবেতা মডেল কলেজ, কাচালং সাবক্যাম্প, রাঙামাটি সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপসহ মোট ২১টি দল অংশ গ্রহন করে।
ফদাংতাং রোভার মুট ২০১৬ এর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পম্পী বড়ুয়া।

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান