সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » লায়ন গনি মিয়া বাবুল ৭১’র চেতনা সম্মাননা পদক পেলেন
লায়ন গনি মিয়া বাবুল ৭১’র চেতনা সম্মাননা পদক পেলেন
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ‘বঙ্গবন্ধু গবেষণা কর্মে অসামান্য অবদান রাখায়’ ‘৭১’র চেতনা বাস্তবায়ন পরিষদ সম্মাননা পদক- ২০১৬’ এ ভূষিত হয়েছেন।
২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৭১’র চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত গুণীজন সম্মাননা ও ‘সাম্প্রদায়িকত অপতৎপরতা প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক প্রদান করেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মাহাবুব হোসেন মেহেদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক প্রধান এম.পি, দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা: খোন্দকার এমদাদুল হক সেলিম ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম হোসেন লিটন।
উল্লেখ্য, লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করে আসছেন।
তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু গবেষণা কর্মে প্রশংসার সাথে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ ও ফিচার লিখে ইতিমধ্যে তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তাঁর রচনায় ও সম্পাদনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, প্রবন্ধ, ছড়া, শিশু সাহিত্য বিষয়ক ৫০টির অধিক বই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে বঙ্গবন্ধু চর্চা, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ, অনুকরণ এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি নানা ধরনের নান্দনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।
তাঁর নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্র প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি একজন সমাজসেবক হিসেবে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নানা গুরুত্বপূর্ণ পদে স্বীয়-দায়িত্ব প্রশংসার সাথে পালন করে আসছেন। তিনি এই পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

      
      
      



    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন    
    বাজুস এর নতুন সহ-সভাপতি  হলেন  ইকবাল হোসেন চৌধুরী    
    তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক    
    দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন    
    ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ    
    ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা    
    চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু    
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়    
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই