

মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চুয়েটে সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জুলাই সোমবার ২০২৫ বিকেলে ছাত্রশিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মুক্তার হোসাইন এবং চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
উক্ত সভায় ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আসহাব লাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি সাইকা শুহাদা।
অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এরপর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি নাগরিক ভাবনা ও চট্টলার খবরের প্রতিনিধি ইপসিতা জাহান সুমা এবং দৈনিক আজাদী পত্রিকার চুয়েট প্রতিনিধি মোহাম্মদ ইয়াসির আফনান রাফিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সমকাল এর প্রতিনিধি ফাহিম রেজা এবং রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, দপ্তর সম্পাদক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি নাফিসা নাওয়ার, অর্থ সম্পাদক আমাদের সময়-এর প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের আলো-এর প্রতিনিধি আকিফা মঞ্জুর, এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস-এর তানভীর আহমেদ, এডুকেশন টাইমস্-এর গোলাম মোস্তফা তানিম, দেশ দেশান্তর পত্রিকার নাজিফা তাসনিম জিফা এবং বণিক বার্তার জারীন তাসমীন সাবা।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বর্ষসেরা ফিচার লেখক হিসেবে পুরস্কার অর্জন করেন ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, বর্ষসেরা আলোকচিত্রের জন্য স্বীকৃতি পান আসাদুল্লাহ আল গালিব এবং উদীয়মান ফিচার লেখক ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন জারীন তাসমীন সাবা।