

সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা » বিমান দুর্ঘটনায় জুলাই যোদ্ধা সংসদের শোক
বিমান দুর্ঘটনায় জুলাই যোদ্ধা সংসদের শোক
রাজধানী উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহবায়ক আবু হাসান টিপু ও সদস্য সচিব এন আর বি মামুন।
নেতৃবৃন্দ বলেছেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠনের আহ্বান জানিয়ে বলেছেন এটা কোন রাজনৈতিক বিশেষ উদ্যেশ্য হাসিলের জন্য নাশকতা কি না তাও খতিয়ে দেখতে হবে। পাশাপাশি বিমান বাহিনীর প্রশিক্ষণ ক্যা¤পসহ, সকল ধরনের প্রশিক্ষণ ক্যাম্প জনবহুল শহর ঢাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর করার আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করাসহ আহত-নিহতের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসার উদ্যোগ ও হতাহতের সঠিক তালিকা করে জাতিকে সঠিক তথ্য সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।