

সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » কিশোরগঞ্জ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুক এর মৃত্যুতে শোক প্রকাশ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুক এর মৃত্যুতে শোক প্রকাশ
কিশোরগঞ্জ - কটিয়াদি এলাকার সংগঠক উমর ফরুক(হারুন মাষ্টার)গতরাতে আকস্মিকভাবে শ্বাসকষ্টে কিশোরগঞ্জের কটিয়াদির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে কিং-এর তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাশ করা উমর ফারুক কিশোরগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজির হারুন মাষ্টার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।
আজ সোমবার জোহরের নামাজের পর কটিয়াদিতে তাঁর নামাজে জানাজার পর নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়।
অঞ্চলের শোকবিহব্বল কয়েক হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন।
শোক বিবৃতিতে তিনি উমর ফারুককে জনগণের প্রতি দায়বদ্ধ সৎ ও নীতিনিষ্ট মানুষের উজ্জ্বল প্রতিনিধি হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, তাঁর জীবন ও কর্ম রাজনৈতিক আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।
বিবৃতিতে তিনি উমর ফারুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।