বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রায় ৪০ লক্ষো বেশি মানুষের সমাগমে সর্ববৃহৎ পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) পালিত
প্রায় ৪০ লক্ষো বেশি মানুষের সমাগমে সর্ববৃহৎ পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) পালিত
ষ্টাফ রিপোর্টার :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) চট্টগ্রাম শহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দঃ) অনুষ্টিত হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার সকালে চট্টগ্রাম জামেয়া মাদ্রাসার খানকা-এ কাদেরিয়া থেকে মিল্লাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রায় ৪০ লাখো ধর্মপ্রাণ মুসালমান অংশগ্রহণ করেন। মঙ্গলবার ভোর থেকে জসনে জুলুসের ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই মাহাফিলে চট্টগ্রাম বিভাগের ১০ জেলারও বেশি কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
আওলাতে রাসূল, পীর কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জসনে জুলুসের নেতৃত্ব দেন। এই সময় তাহের শাহ্ হুজুর কেবলার দুই পুত্র সৈয়দ কাশেম শাহ্ ও সৈয়দ হামিদ শাহ সঙ্গে ছিলেন।
চট্টগ্রাম মহানগরের চকবাজার, চেরাগী পাহাড়, জামালখান, প্রেসক্লাব, বিবির হাট, ওয়াসা, ষোলশহর, দুইনম্বর গেইট, ওয়াসা, জিইসি, মোমিন রোড়, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গাড়ি বহর জুলুসে অংশগ্রহণ করে। এ ছাড়া রাঙ্গুনিয়া, রাউজান, কাপ্তাই, রাঙামাটি, পটিয়া, সাতকানিয়া, দোহাজারী, হাটহাজারী, ফটিকছড়ি, মীরসরাই, সীতাকুন্ডাসহ চট্টগ্রাম বিভাগের প্রায় সব উপজেলা থেকে ধর্মপ্রাণ লাখো সুন্নি মুসলমান ব্যানার, ফেষ্টুন, ধর্মীয় পতাকা ও গাড়ি নিয়ে এই জসনে জুলুসে অংশগ্রহণ করেন।
নারায়ে তাকবির, নারায়ে রেসালত, নাতে রাসুলসহ বিভিন্ন ধর্মীয় স্লোাগানে মুখরিত হয়ে ওঠে মহানগরীর প্রতিটি মহাসড়ক ও অলিগলি। জুলুস চলাকালিন আওলাতে রাসূল, পীর কামেল আল্লাসা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীকে দেখার জন্য লাখ লাখ মানুষ সড়কের দুই পাশে ভিড় করে।
এই ছাড়াও রাজধানী ঢাকায় গত মঙ্গলবার সকালে মাইজান্ডার শরীফের আয়োজনে বিশাল জসনে জুলুস বের হয়। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডান দরবার শরীফের পীর হযরত ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী। জুলুসের আগে এক মাহফিলের আয়োজন করে মাইজান্ডার দরবার শরীফ।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন