বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
বিশ্বনাথে কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৭মি.) সিলেটের বিশ্বনাথে কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা লামাকাজী ইউনিয়নের হামজাপুর গ্রামের রাস্তায় একটি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। কালভার্টটি নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে মেসার্স তৈয়ব এন্টার প্রইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন স্থানীয়রা। গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নির্মাণ কাজের ষ্ট্রাকচার ব্যতিরেখে প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেছেন ঠিকাদার। ষ্ট্রাকচারে কালভার্টের উচ্চতা ১৭ ফুট হওয়ার কথা থাকলেও ১৪ ফুট ৬ ইঞ্চি দিয়ে কাজ শুরু করা হয়েছে এবং প্রকল্প স্থানে সলিং ও সিসি ডালাই’র জন্য ভালো পাতরের পরিবর্তে নিন্মমানের ইটের কুয়া মজুদ করা হয়েছে।
এলাকাবাসী আরো অভিযোগ করেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগের এক মাস পেরিয়ে গেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে না। তদন্তের দায়ত্বপ্রাপ্ত উপজেলা পিআইও কর্মকর্তার সাথে বার বার যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি তদন্ত করছেন না। বরং উল্টো প্রকল্পটি অন্যত্র নিয়ে যাবেন বলে আবেদনকারীদেরকে ভয় ভিতি প্রদর্শন করে আসছেন। তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে নিয়মানুযায়ী কাজটি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে ঠিকারদার তৈয়বুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এখনো নির্মাণ শুরু হয়নি। তাই অনিয়মের প্রশ্নই আসে না। তিনি বলেন নির্মাণস্থলে নিন্মমানের কোন সামগ্রী পৌছে থাকলেও তা আমি সরিয়ে ভাল মাল দিয়ে কাজ সম্পন্ন করবো।
উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শফিক উদ্দিন আহমদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এমপি সাহেব নির্দেশ দিয়েছেন কালভার্টটি স্থান পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নিতে।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রজেস চন্দ্র দাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন অভিযোগটি তদন্ত করতে আমি নির্মাণস্থল পরিদর্শন করেছি। নিয়মানুযায়ী নির্মাণ কাজ করতে ও নির্মাণস্থল থেকে নিন্মমানের সামগ্রী সরিয়ে নিতে আমি ঠিকাদারকে বলেছি। বিষয়টি আমি ইউএনও স্যারকে অবহিত করবো।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ