মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় উদ্ভোধন হলো আইসিটি প্রশিক্ষণ
বরগুনায় উদ্ভোধন হলো আইসিটি প্রশিক্ষণ
বরগুনা প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মি.) বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন
টেকনোলোজি) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর সকাল সাড়ে
১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বরগুনার জেলা প্রশাসক ডা. মহা. বশিরুল আলম এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বরগুনার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক, শিক্ষা-আইসিটি) মো. নুরুজ্জামানের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) মো. আবদুল্লাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, জেলা প্রশাসনের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।
আইসিটি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়
বরগুনায় ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণে বরগুনার ১৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চুড়ান্তভাবে বাছাইকৃত এসব প্রশিক্ষণার্থীদের প্রতিদিন চার ঘণ্টা করে মোট ২০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।