শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মেহেরপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার
মেহেরপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার
মেহের আলী বাচ্চু মেহেরপুর প্রতিনিধি :: ৩০ ডিসেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর মাঠের রাস্তা থেকে মনির হোসেন (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দু’রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, দু’টি রাম দাদ লাইলোনের রশি । গেলরাতে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে গ্রেপ্তার করে। সে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় পুলিশ।
গ্রেফতার মনির হোসেন গাংনী উপজেলার কসবা পশ্চিম পাড়ার ওসমান মোলার ছেলে।
গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মনির হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ও তার দলের লোকজন গাংনী- হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মাঠে আজ ভোরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে মনির। এসময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দু’রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, দু’টি রাম দা ও লাইলোনের রশি।
এব্যাপারে গাংনী থানায় একটি মামলাসহ মনির হোসেনকে মেহেরপুর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মনিরের নামে মুজিবনগর থানায় ডাকাতি ও বোমা বিষ্ফোরণ, সদর থানায় দ্রুত বিচার আইনে ও গাংনী থানায় একটি হত্যা মামলা রয়েছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪