মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
সিলেট প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা ; বাংলাদেশ সময় বিকাল ৪.১৩মি.) সিলেট জেলা শহরসহ ভূমিকম্প কেঁপে আশপাশ এলাকা। ৩ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টা ২০মিনিটের ভূমিকম্প অনুভুত হয়। আতঙ্কে সিলেট নগরীর বহুতল ভবনের বাসিন্দারা নিচে নেমে আসেন। এই ভূমিকম্পে বহুতল ভবনগুলো দোলনার মত দুলে উঠে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোয়াইনঘাটসহ বিভিন্ন থানা থেকেও ভুমিকম্পন অনুভুত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
বিশ্বনাথে শক্তিশালী ভূমিকম্প
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে শক্তিশালী ভূমিকম্পে স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় আতংকিত লোকজন দিক-বিদেক ছুটোছুটি শুরু করেন। ৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিটে এ ভূমিকম্প হয়। প্রায় ১৫ সেকেন্ড স্থানীয় ছিল ভূমিকম্প। এসময় উপজেলার বিভিন্ন ভবনে বসবাসকারী লোকজন দ্রুত বের হয়ে রাস্তায় অবস্থান নেন। গ্রামাঞ্চলের লোকজন ভুমিকম্পে আতংকিত হয়ে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। এতে নারী ও শিশুরা মারাত্মক দূর্ভোগের শিকার হন। ভূমিকম্প থামলেও আতংকিত লোকজনকে দীর্ঘসময় বাইরে অবস্থান করতে দেখা যায়। উপজেলার প্রতিটি এলাকায় ভূকম্পন অনুভূত হলেও এ রিপোর্ট ৩টা ২০ মিনিট লেখা পর্যন্ত উপজেলার কোথাও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে বিশেষ করে উপজেলা সদরে ৩য় ও ২য় তলায় অবস্থানকারী লোকজনেরা রাস্তায় নেমে পড়েন।
এসময় আল্লাহ আল্লাহ শব্দে মুখরিত হয় উপজেলা সদর।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা