বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত
বাগেরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি ::বাগেরহাটের ফকিরহাটে ব্যাণাঢ্য আয়োজনে পালিত হলো ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বাষির্কী। দিবসটি পালনের লক্ষে উপজেলা ছাত্রলীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মরহুম খান জাহিদ হাসান চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
সম্মানিত অতিথি ছিলেন, সাধারন সম্পাদক শিরিনা আক্তার, যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান বাবু।
ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজের উপাস্থপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সুবির কুমার মিত্র, মো. খলিলুর রহমান, মোস্তাইদ সুজা, মোসা. নুরানী আসমা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক কাজি মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মলিক আসলাম আলী, আইন বিষয়ক সম্পাদক হীটলার গোলদার, ত্রান বিষয়ক সম্পাদক তপর দেবনাথ ভজন, পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের যুগ্ন-আহবায়ক এম এ দাউদ আলী, শ্রমিকলীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল মামুন, জয়ন্ত কুমার দাশ, সেলিম রেজা খোকন ও মিন্টু মন্ডল।
এসময় আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে শান্তির পায়রা উড়িয়ে ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি