সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সড়কের উপর অবৈধ স্থাপনা : পথচারীদের দূর্ভোগ
বিশ্বনাথে সড়কের উপর অবৈধ স্থাপনা : পথচারীদের দূর্ভোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) সিলেটের বিশ্বনাথ বিশ্বনাথ উপজেলা সদরের পুরানবাজারস্থ বিশ্বনাথ-জগন্নাথপুর রোডে (বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে) দীর্ঘদিন ধরে একাধিক চা’য়ের স্টল তৈরী করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা হয়ে আসলে নিরব রয়েছে প্রশাসন। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ পথচারীদেরকে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, প্রভাবশালী মহল কর্তৃক কয়েক বছর পূর্বে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে দুটি চায়ের স্টল নির্মাণ করা হয়। চা স্টলের মালিকরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের উপর চেয়ার ব্রেঞ্জ বসিয়ে ব্যবসা করায় প্রায়ই এখানে যানযট লেগে থাকে। অনেক সময় ছোটখাটো দূর্ঘটনাও ঘটে। স্থানীয়রা এই অবৈধ দোকানঘর সরিয়ে ফেলার জন্য বলে আসলেও কিছুতেই এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে যা দখলকারীরা। অনেকেই অভিযোগ করেছেন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন প্রশাসনের কর্মকর্তারা।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ছয়ফুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এবিষয়ে আমি গত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বলেছি। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ খুবই জরুরী। তাই দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনদূর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি তিনি আহবান জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪