শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাযর্ক্রম স্থগিত
খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাযর্ক্রম স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাযর্ক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ছয় মাসের জন্য এ স্থগিতাদেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুক হক খোকন স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে।
উক্ত প্রত্যয়নে উল্লেখ করা হয়েছে, গত ০৯/০২/২০১৭ তারিখের ৪৮.০০.০০০০.০০৪. ০৪৯.২৩৩.০৯/২০১৭- ৪০৬ নং স্মারকের মাধ্যমে গঠিত কমিটিকে চ্যালেঞ্জ করে মো. রইছ উদ্দিন ২২২৮/২০১৭ নং রিট পিটিশন দায়ের করলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জনাব মো. ফারুক (এম. ফারুক) এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে এবং বর্ণিত স্মারকটির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. গোফরান ফারুকী বিষটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি মো. আলী আশরাফকে সভাপতি করে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করে। উক্ত কমিটি ১১ফেব্রুয়ারি প্রথম দফা শুনানি করে। খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার ৩০০ আবেদন যাচাই বাছাই করা হয়। শনিবার দিঘীনালা, লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলার নতুন আবেদন এবং বিভিন্ন উপজেলার অভিযোগের শুনানি হওয়ার কথা ছিল।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী