সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে জামিন পেলেন সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন
অবশেষে জামিন পেলেন সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন
ষ্টাফ রিপোর্টার :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি.) রাঙামাটিতে হয়রানী মূলক মামলায় জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন। ২০ জানুয়ারী সোমবার রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের পক্ষে আইনী লড়াই করেন আইনজীবি এডভোকেট জুয়েল দেওয়ান ও এডভোকেট সৌরভ দেওয়ান।
উল্লেখ্য, চলতি বছর ২৩ জানুয়ারি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ জনস্বার্থে একটি সংবাদ প্রকাশ করায় নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে ২৪ জানুয়ারি ৫৭(২)ধারায় মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক । ৩০ জানুয়ারি মহামান্য উচ্চ আদালতের জামিন নিয়ে রাঙামাটি চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে ১ মার্চ শুনানীর দিন রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসউদ্দীন খালেদ জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পরে রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করে ২০ জানুয়ারি সোমবার শুনানির দিন বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। এসময় বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মোহাম্মদ রাশেদ ইকবাল।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন