বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩০ বছর পর সম্পদ ফিরে পেলেন আব্দুর রহমান
৩০ বছর পর সম্পদ ফিরে পেলেন আব্দুর রহমান
সিলেট প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৬মি.) রক্তপাতের আশংকা থাকলেও প্রায় বিনা বাধায় ৩২ বছর পর সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় প্রায় ১শ’ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। রক্তপাতের আশংকা ছিল, ছিলো আরও অনেক কিছুর। ১শত কোটি টাকার সম্পদ বলে কথা! তবে শেষ পর্যন্ত সেরকম কিছু ঘটেনি।
২১ মার্চ মঙ্গলবার সকালে সিলেট জজ কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হয়েছিল।নানা আশংকায় মোতায়েন করা হয়েছিল দেড় শতাধিক পুলিশ। এরমধ্যে মহিলা পুলিশের সংখ্যাও ছিলো অনেক।
জানা যায়, ঐ এলাকার মরহুম হাজী আব্দুল বারীর পূত্র আব্দুর রহমান, তার অপর ভাই ও ৫ বোনের ২৩০ ডেসিমিল ভূ-সম্পত্তি তাদের সৎ ভাই আব্দুর রউফ লাল মিয়া গত প্রায় ৩২ বছর থেকে ভোগ দখল করে আসছেন। বাদির অভিযোগ, তাকে সবসময় সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী।
আব্দুর রহমান আবুল সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন, তার মায়ের দেওয়া রেজিস্ট্রিকৃত সম্পত্তি জোরপূর্বক দখল ও ভোগ করেছেন তার সৎভাই লাল মিয়া। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি উচ্চ আদালতের রায় তাদের পক্ষে ঘোষিত হলে ঐ সম্পদের উপর বসবাসকারী ভাড়াটিয়া ও বিভিন্ন স্থাপনার সাথে সংশ্লিষ্টদের জায়গাটি খালি করে দেয়ার অনুরোধ জানানো হয়েছিল।
কিন্তু দখলদারদের ইন্ধনের তারা সে অনুরোধে সাঁড়া না দেওয়ায় মঙ্গলবার সকালে দেড় শতাধিক পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। ৩ দশকের বেশি সময় পর নিজ সম্পত্তি ফিরে পেয়ে আব্দুর রহমান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বোন নাম প্রকাশ করতে ইচ্ছুক নন।
তিনিও তার মা’র দেয়া সম্পদ ফিরে পেয়ে উচ্ছসিত। বললেন, ‘৩০ বছর বাদে নিজর সম্পদে পা দিলাম। এতদিন আমি এদিকে পা বাড়াইনি রাগে দুঃখে।
এ ব্যাপারে ম্যাজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী সিএইচটি মিডিয়াকে বলেন, আমরা আদালতের নির্দেশ কার্যকর করতে অভিযান শুরু করেছি। অধিবাসীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন