মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ঝালকাঠির মাদক ব্যবসায়ী আটক
বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ঝালকাঠির মাদক ব্যবসায়ী আটক
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) ঝালকাঠি ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রাজা গোমস্তা ও এক পুড়িয়া গাজা সহ সুমন হাওলাদারকে আটক করে। ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান জানান, ২৮ মার্চ দুপুরে ডিবি পুলিশের এস আই আমিনুল ও এএসআই জালাল গোপন সংবাদের ভিত্তিতে গাবখান ব্রীজের টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাসীকালে যশোর থেকে আগত একটি বাস থেকে ঝালকাঠির চিহ্নিত মাদক স¤্রাট রাজা গোমস্তা (৫০)কে উক্ত মরননাশক ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। অপরদিকে ডিবি পুলিশের একই টিম বেলা ৩ টার সময় শহরের বাস টার্মিনাল থেকে এক পুড়িয়া গাজাসহ গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার বীরকাঠি গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২২)কে আটক করে। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে ডিবি পুলিশ জানায়। এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রকিব মুঠোফোনে জানান, পুলিশ সুপার মোঃ জোবয়েদুর রহমানের নির্দেশক্রমে পুলিশ মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে যার ফলে মাদক উদ্ধারসহ মাদক বিক্রেতারা একের পর এক আটক হচ্ছে পুলিশের হাতে। এদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না, হয় পুলিশ থাকবে না হলে তারা থাকবে। আটককৃত মাদক স¤্রাট রাজা গোমস্তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান জানান। রাজা গোমস্তা আটক হওয়ায় অন্যান্য মাদক ব্যবসায়ীরা গা-ঢাকা দিয়েছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪