বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ঢাকা » শেরে বাংলা অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন
শেরে বাংলা অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, শেরে বাংলা এ.কে ফজলুল হক অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন। তিনি বাঙালি জাতির স্বাধীনতা ও সামাজিক-অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। শিশুদেরকে মানবিক গুণাবলীতে উজ্জীবিত করে গড়ে তুলতে শেরে বাংলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে। জ্ঞান নির্ভর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে শেরে বাংলার গুণাবলী ও তাঁর আদর্শ অনুসরণ-অনুকরণ করতে হবে।
চট্টলা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ এপ্রিল বিকালে ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ‘শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টলা ফাউন্ডেশনের উপদেষ্টা এড. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষাসৈনিক শামসুল হুদা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আরমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অপু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি আইরীন খান, দৈনিক প্রাইম সম্পাদক ড. মো. মিজানুর রহমান, রোটারিয়ান সফিনা খাতুন প্রমুখ।
আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণীজনকে শেরে বাংলা এ.কে ফজুলল হক স্মৃতি সম্মাননা- ২০১৭ প্রদান করা হয় এবং মেধাবীদের শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।





রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে