শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ’লীগ নেতা হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে আলীকদমে মানববন্ধন
আ’লীগ নেতা হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে আলীকদমে মানববন্ধন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাঙলাদেশ সময় রাত ১২.৩০মি.) নাইক্ষ্যংছড়ির উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাইল হোসেন এর হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে আলীকদমে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বৃহস্পতিবার বিকেলে আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়–য়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভরঞ্জন বড়–য়া ও ছাত্রলীগ সেক্রেটারী মো. সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কক্সবাজারের একটি হোটেল থেকে পুলিশ নাইক্ষ্যংছড়ির আওয়ামীলীগ নেতা ডা. মো. ইসমাইল মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি জনপ্রিয় ও ত্যাগী নেতা ছিলেন। দলের একটি কুচক্রী মহলই তার জীবনকে নানাভাবে বিষিয়ে তুলছিল বলে তিনি হত্যার কয়েক ঘন্টা আগে ফেসবুক স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসই প্রমাণ করে তার খুনি কারা।
বক্তাদের দাবী, ডা. ইসমাইল মেহেদীর মত নেতারা কখনো আত্মহত্যা করতে পারেন না। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদি এ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদেন্তর মাধ্যমে বিচার না হয় তাহলে সাধারণ নেতা-কর্মীরা সংগঠনের প্রতি আস্থাহীন হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে জেলা জুড়ে সাংগঠনিকভাবে যেভাবে সোচ্ছার হওয়ার কথা ছিল, তা রহস্যজনকভাবে হচ্ছে না। নেতারা যে যার মতোই চলছেন। তাই সাধারণ নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা