বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: দুই ট্রাক শ্রমিককে আটকের প্রতিবাদে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন ৷
১১ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে শ্রমিকরা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে ৷ এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ৷
এলাকাবাসী জানায়, ট্রাক স্ট্যান্ডের আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে স্থানীয় যুবলীগ নেতা ফারুক ও শাহ আলম গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল ৷ এর জের ধরে ফারুক গ্রুপের শ্রমিকরা বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় ট্রাক রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ৷ এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে ৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয় ৷
তবে টঙ্গী থানার ওসি (তদনত্ম) মো. আমিনুল ইসলাম জানান, সকালে টঙ্গীর চেরাগআলী থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজন ট্রাক শ্রমিককে আটক করে পুলিশে দেয় যুবলীগ নেতা শাহ আলমের লোকজন ৷ এর প্রতিবাদে ট্রাক শ্রমিক ইউনিয়নের লোকজন টঙ্গীর চেরাগআলী এলাকায় প্রায় ১ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে৷ আটক দুই শ্রমিককে ছেড়ে দেওয়া হলে বিক্ষোভকারী শ্রমিকরা অবরোধ তুলে নেয় ৷
গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, টঙ্গীর যুবলীগ নেতা শাহ আলম ও তার লোকেরা টিকিট দিয়ে ট্রাক প্রতি চাঁদা আদায় করে থাকেন ৷ চাঁদা দিতে অস্বীকার করলে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন ৷
তিনি জানান, পুলিশ গিয়ে শাহ আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সোয়া এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় ৷
অপরদিকে ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি অভিযুক্ত শাহ আলম প্রতিবেদককে বলেন, ‘সকালে ফারুক হোসেন ওরফে পাইপ ফারুকের দুই সমর্থক চাঁদাবাজির সময় হাতেনাতে ধরে পড়েন ৷ এ সময় তাদের পুলিশে সোপর্দ করার জের হিসেবে পাইপ ফারুক সমর্থকরা মহাসড়ক অবরোধ করেন ৷’
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘আটক দুই শ্রমিক গাজী সুলতান (৪২) ও জালালকে (৩৮) মুক্তি দেওয়া হয়েছে ৷ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা ৷’
আপলোড : ১১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩২ মিঃ





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০