বুধবার ● ১০ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শুভ বুদ্ধ পূর্ণিমা পালন
রাউজানে শুভ বুদ্ধ পূর্ণিমা পালন
রাউজান (উত্তর) প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় বিকাল ৫.০৭মি.) আজ ২৫৬১ বুদ্ধাব্দ,২৭ শে বৈশাখ ১৪২৪ বাংলা,১০ মে ২০১৭ইং রোজ বুধবার শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ।
এ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। ২৫৬০ বুদ্ধ বর্ষকে বিদায় দিয়ে ২৫৬১ বুদ্ধ বর্ষকে বরণ করলেন বৌদ্ধ সম্প্রদায়। গৌতম বুদ্ধের শুভ জন্ম , বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে ২৫৬০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ মানবের কল্যাণে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা।
এই উপলক্ষে সারা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের মতো বাংলাদেশের রাউজান উপজেলার বৌদ্ধ সম্প্রদায়েরাও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
এ উপলক্ষে রাউজান উপজেলার ইদিলপুর গ্রামে গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাক্যমুনি বিহারে সকালে অষ্টাবিংশতি বুদ্ধ পূজা ও সংঘদান এবং বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আলোচনা সভায় অংশ নিয়ে বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাথের জগতের সকল প্রাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জীবনে সুখ শান্তি ও মঙ্গল কামনায় মৈত্রী চিত্তে শুভেচ্ছা ও পূণ্য দান করেন।