সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
বরগুনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
বরগুনা প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মি.) “টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনসিকার্য” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ মে রবিবার সকালের দিকে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ইনস্টিটিউটের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বরগুনা জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলম।
নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ বিলকিস খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দীন হাওলাদার, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সোহরাব হোসেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাযমুল, প্রেসক্লাব সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, সুখ রঞ্জন শীল, সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
শুরুতে নার্সেস পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও নার্সিং গান পরিবেশন করেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা।