শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে বজ্রপাতে স্কুল ছাত্রসহ পৃথক ঘটনায় মৃত্যু ৩, আহত ১
নান্দাইলে বজ্রপাতে স্কুল ছাত্রসহ পৃথক ঘটনায় মৃত্যু ৩, আহত ১
ময়মনসিংহ অফিস :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৪৭মি.) ময়মনসিংহের নান্দাইলে বাবাকে সহযোগিতা করতে গিয়ে বজ্রপাতে ফয়সাল মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোসলেম উদ্দিন নামে ত্রিশ বছরের এক রিকসারোহী । ফয়সাল স্থানীয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।এছাড়াও বজ্রপাত আতঙ্কে পানিতে পড়ে এক শিশু এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চামটা-পাঁচরুখী রাস্তার কপালহর এলাকায় রিকসা চালানো অবস্থায় এ ঘটনাটি ঘটে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার ইউনূছ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলার শেরপুর ইউনিয়নের কোনাপাঁচরুখী গ্রামের দরিদ্র রিকসা চালক বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল মিয়া তার বাবাকে সাহায্য করার জন্য স্কুল ছুটির পর নিজেই রিকসা নিয়ে বেড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যে পাঁচরুখী বাজার থেকে এক জন যাত্রী নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কপালহর এলাকায় হঠাৎ বজ্রপাতে চালক ফয়সাল ও রিকসারোহী মোসলেম উদ্দিন মারাত্মক আহত হয়।
পরে এলাকাবাসি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফয়সালকে মৃত ঘোষনা করেন। রিকসারোহী নান্দাইল হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে নান্দাইলে শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের জালাল উদ্দিনের ৫ বছরের শিশু ইমরান বৃহস্পতিবার বিকেলে পুকুর পাড়ে বসে খেলা করার সময় হঠাৎ বজ্রপাতের শব্দের আতঙ্কে পুকুরের পানিতে পরে মারা যায়।
অপর দিকে একই সময়ে পাঁচরুখী মেদারপাড় এলাকার বাসিন্দা ক্বারী আব্দুল হাইয়ের পনের বছরের ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
পাঁচরুখী এলাকার হারুন-অর রশিদ সরকার ও ইমান আলী জানান, একই ইউনিয়নে একই সময়ে পৃথক পৃথক ভাবে এই তিন শিশু কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলায় শোকের মাতম চলছে। সেইসাথে গ্রামের মানুষের মাঝে বজ্রপাতের আতঙ্ক দেখা দিয়েছে।

      
      
      



    মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই    
    ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬    
    ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র    
    ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত    
    ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২    
    গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট    
    ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন    
    ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি    
    ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ    
    ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ