সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি আবুল হাসেম এর মানবেতর জীবন যাপন
বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি আবুল হাসেম এর মানবেতর জীবন যাপন
ময়মনসিংহ অফিস :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি) বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি আবুল হাসেম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন।
তিনি ময়মনসিংহের গফরগাঁও থেকে ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৯০ ছুঁই ছুঁই এই নেতা বলতে গেলে বিনাচিকিৎসায় বিছানায় পড়ে আছেন। এক সময়ের দাপুটে এই সৎ নেতার মানবেতর জীবন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
আবুল হাসেম পশ্চিম গফরগাঁও গ্রামের নিজ বাড়িতে প্রায় দু’বছর ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। একমাত্র স্ত্রী তার দেখাশোনা করতেন। তিনিও স্ট্রোক করে হাসপাতালে। আবুল হাসেমকে বর্তমানে তার নাতি-নাতিরা দেখাশোনা করেন। বর্তমান আওয়ামী লীগ সরকার কিংবা দল এখনো তার পাশে দাঁড়ায়নি।
১৯৩১ সালের ১৭ আগস্ট আবুল হাসেমের জন্ম। স্কুলজীবনেই ভারতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে যুক্ত হন ছাত্র রাজনীতিতে। বিপ্লবী যুগান্তর দলের কমরেড ফনিলাল বল ছিলেন তার রাজনৈতিক গুরু।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বিনাবিচারে বিশেষ ক্ষমতা আইনে দুই বছর জেলে রাখা হয় আবুল হাসেম এমপিকে।
আর্থিকভাবে কোনোদিনই সচ্ছল ছিলেন না আবুল হাসেম। বাবার আমলের দুই একর ফসলি জমি ছাড়া এক টুকরো জমিও কিনতে পারেননি। ৮৮ বছর বয়সের জীবনে পৈতৃক ভিটায় নিজের কোনো ঘরও নির্মাণ করতে পারেননি তিনি। তার জীবন কেটেছে ভাই-ভাতিজা ও স্ত্রীর ঘরে। নিজের এই দুরবস্থার মধ্যে এখনো তিনি স্বপ্ন দেখেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই