সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ২ দিনের টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়াতে ভারি বন্যা হওয়ার অাশংকা
২ দিনের টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়াতে ভারি বন্যা হওয়ার অাশংকা
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) মুসলধারে দুইদিনের টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় বন্যার পানিতে তৈই তৈই করছে। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা নিচু হওয়ায় বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্লাবিত হয়েছে। যদি দুই থেকে তিন ঘন্টা টানা বৃষ্টি পড়লে উচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এমনটাই অাশংঙ্কা মনে করছেন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার জনগন। জনগন এখন থেকে ভয়ে অাতংঙ্কের বিরাজ করছেন। তাদেরকে ভয়ে অাতংঙ্ক হওয়ার কথা জিজ্ঞাসা করলে সোমবার ২৪ জুলাই সোমবার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন গেল জুন মাসের ভয়াল বন্যার কথা এখনও মনে করলে কান্না চলে অাসে চোখের সামনে দেখেছি মানুষের ভয়াল মৃত্যুসহ ঘরবাড়ি তলিয়ে যাওয়া পাহাড়ি ঢলে নদীর গর্ভে। রাঙ্গুনিয়াতে পাহাড় ধসে মাটির চাপা পড়ে ভয়াল মৃত্যুর কথা। তা এখনও সম্পর্ণভাবে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারেনি। অনেক দুঃখ কষ্টে মানুষ জীবন যাপন করছেন বলে জানান তারা। অপর দিকে বৃদ্ধি পাচ্ছে ইছামতি নদীর পানি ও লাঠিছড়া খালের পানি। পানি বৃদ্ধির কারণে ভারি বন্যার অাশংঙ্কা রয়েছে। যেসব নিচু এলাকা অাছে সে সব এলাকায় হাটু সমান পানি বৃদ্ধি পেয়েছে । বৃষ্টিপাত হওয়ার কারণে কোন কাজ না পেয়ে গরীব কৃষকরা হতাশার সম্মুর্খে পড়েছে বলে জানান রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার কয়েকজন দিন মজুরী কৃষক তারি মাঝে অাবার প্রবল ভারি বন্যার অাশংঙ্কা জনক।





রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত