বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুদের ব্যবসা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে ঝিনাইদহের সুজন এর সাইকেল যাত্রা
সুদের ব্যবসা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে ঝিনাইদহের সুজন এর সাইকেল যাত্রা
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি.) নিজে ২০১২ সালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে সুদে ৬০ হাজার টাকা গ্রহণ করেন। সেই টাকা শোধ করতে করতে সুদ দিয়েছেন প্রায় ১ লাখ টাকা। এখনো আসল টাকা শোধ করতে পারিনি সুজন বিশ্বাস নামের এক কলেজ ছাত্র। বাবার আর্থিক সমস্যার কারণে এই সুদে টাকা নিয়েছিলেন তিনি। এই সুদ বা দাদন ব্যবসা বন্ধের দাবিতে সুজন বিশ্বাস তার বাইসাইকেলটি নৌকা বানিয়ে তাতে চেপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্যে। তিনি জনমত তৈরি করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান। তিনি দাবি জানাবেন সারা বাংলাদেশ থেকে যেন সুদ প্রথা বন্ধ করা হয়।
সুজন বিশ্বাস জয়নগর গ্রামের মোহন বিশ্বাসের ছেলে ও স্থানীয় মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। তিনি বুধবার দুপুরে একটি বাইসাইকেলে নৌকা তৈরি করে বুকে লাল সবুজের জামা পরে রওনা হয়েছে। ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক দিয়েই তিনি প্রধানমন্ত্রী বরাবর যাবেন বলে জানা গেছে। সুজন বিশ্বাস জানান, দেশের প্রত্যেকটি গ্রামে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে সুদ নিয়ে থাকে। তিনি জানান, এখন দেশের প্রতিটি গ্রামের মানুষের উন্নয়নের কথা বলে কিছু এনজিও ও ব্যক্তি সুদের বেড়াজালে আটকিয়ে ফেলছে। একবার কোনো ব্যক্তি এদের কাছ থেকে সুদে টাকা নিয়ে আর বের হতে পারছে না। তিনি নিজেও এর শিকার। তিনি আরো জানান, দাদন ব্যবসায়ীদের সুদের টাকা না দিতে পারলে মুখের খাবার পর্যন্ত কেড়ে নেয়। তাই তিনি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারাদেশ থেকে সুদ ব্যবসা বন্ধের দাবি নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবেন ও কথা শুনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী