সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নারীকে গলাকেটে হত্যা,স্বামীকে পিটিয়ে আহত
ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নারীকে গলাকেটে হত্যা,স্বামীকে পিটিয়ে আহত

ময়মনসিংহ অফিস :: (৩০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে এক নারীকে গলাকেটে হত্যা এবং নিহতের স্বামীকে পিটিয়ে গুরুতর আহতের ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। নিহত পারভিন (৩০) মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের এ ঘটনায় গুরুতর আহত বিল্লালের স্ত্রী।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, ওই গ্রামের বিল্লাল মিয়ার সাথে একই পরিবারের আব্দুল হেকিম ও তার ছেলে রুবেল মিয়ার জমি নিয়ে রিরোধ চলে আসছিল। সোমার বিকেলে হেকিমের ছেলে রুবেল ও তার লোকজন ওই জমিতে ধান রোপন করতে গেলে বিল্লালের লোকজন তাদের বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রুবেল তার লোকজন নিয়ে বিল্লালের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী পারভিন (৩০) কে গলাকেটে হত্যা এবং বিল্লালকেও পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন বিল্লাল ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার পারভীনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় বিল্লালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। সেইসাথে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার পাশাপাশি মামলারও প্রস্তুতি চলছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪