শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » পর্যটন » দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ইকোপার্ক পর্যটকদের জন্য উন্মুক্ত
দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ইকোপার্ক পর্যটকদের জন্য উন্মুক্ত
 হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৪মি.) বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও বৃহত্তম ইকোপার্ক মাধবকুণ্ড পর্যটকদের জন্য প্রদান ফটক আগামী কাল ২০ আগষ্ট রবিবার থেকে সীমিত পরিসরে উন্মুক্ত করে দেয়া হবে।
বিভাগীয় বন কর্মকর্তা অফিস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ২০ আগষ্ট থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে মাধবকুণ্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ রাস্তায় ফাটল ও যাতায়াতের সিঁড়ির নিচের কিছু মাটি দেবে যায়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন গত ২১ জুন ২০১৭ থেকে মাধবকুণ্ডের অভ্যন্তরে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয়। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়ে দেশের ব্যস্ততম এ পর্যটন এলাকাটি।
কিন্তু ঈদুল ফিতরের আনন্দ উপভোগে হাজার হাজার পর্যটক মাধবকুণ্ডে ছুটে আসলেও ভেতরে প্রবেশ করতে না পেরে অনেকে বন্ধ ফটকের সামনে সেলফি তুলেই তুষ্ট থেকেছে।

      
      
      



    পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম    
    মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু    
    পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম    
    আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১    
    সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত    
    সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত    
    পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম    
    পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু    
    রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো    
    মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু