শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ২২৬টি পূজা মন্ডপে দূর্গাপূজা হবে
রাউজানে ২২৬টি পূজা মন্ডপে দূর্গাপূজা হবে
রাউজান প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৩মি.) আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আরম্ভ হতে যাচ্ছে।
পূজা মন্ডপ গুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায় রং তুলির কাজও প্রায় শেষ পর্যায়ে, মৃৎ শিল্পের কাজ শেষ হয়েছে আরো আগে।
দূর্গা প্রতিমা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন প্রতিটি মন্ডপের বাইরে তোরণ নির্মাণের কাজ চলছে।
এবার রাউজান উপজেলার শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে মোট ২২৬ টি মন্ডপে,তারমধ্যে শুধু উত্তর রাউজানে হবে ১২০টি।
প্রতিটি দূর্গা প্রতিমা তৈরি করতে ১ লাখ থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে ক্ষেত্রবিশেষে যা ২ লাখ টাকা পর্যন্ত খরচ পড়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস গত ১৯ সেপ্টেম্বর মহালয়ের দেবী দূর্গা স্বর্গ লোক থেকে এসেছেন এবং ২৬ সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার মাধ্যমে দূর্গাপূজা শুরু হবে যা ৫ দিন পর্যন্ত চলবে।
ভক্তদের বিশ্বাস এ বছর দূর্গা নৌকায় করে আসবেন আর ঘোটকে গমন করবেন।
এ উপলক্ষে পূজা উদযাপন কমিঠির সভাপতি চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এ উৎসব সফল ভাবে সম্পূন্ন করার জন্য স্থানীয় প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা বলেন- রাউজানে এইবার ২২৬ টি পূজা মন্ডপে দূর্গাপূজা পালিত হবে এবং সব পূজা মন্ডপের সরকারি বরাদ্ধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রালয়ে আবেদন করা হয়েছে। যদিও রাউজানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই কারন রাউজানের বেশির ভাগ মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী এখানে সব ধর্মের অনুষ্ঠান সহঅবস্থানে থেকে পালন করা হয়। তারপরও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।





মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২