শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » শুভ সূচানা করেছে বিকেসেপির মহিলা ক্রিকেট দল
শুভ সূচানা করেছে বিকেসেপির মহিলা ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক :: (৭ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) আজ শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকেএসপি প্রমীলা ক্রিকেট দল মহিলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২০১৬-১৭ এ নিজেদের প্রথম খেলায় গুলশান ইয়ুথ ক্লাবকে ১৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে।
বিকেএসপির ৪নং ক্রিকেট মাঠে অনুষ্ঠিত সীমিত ওভারের খেলায় বিকেএসপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারীত ৫০ ওভারে ২০৯/৮ রান করে। বিকেএসপি’র সানজিদা সর্বোচ্চ ৪৫ রান করেন।
জবাবে গুলশান ইয়ুথ ক্লাব ৪২ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায়। বিকেএসপিরকহিনুর ৪টি, নাহিদা ৩টি, সানজিদা ২টি ও মোর্শেদা ১টি করে উইকে পায়। বিকেএসপি’র নাহিদা ৩৫ রান ও ২7/২ উইকেট লাভ করায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান।
বিকেএসপি দলের খেলোয়াড়রা হলেন: ফারজানা আক্তার, ইসমত জাহান, জান্নাতুল ফেরদৌস, জিনাত আছিয়া, মোর্শেদা খাতুন, টুম্পা চৌধুরী, সুমাইয়া আইরিন, নাহিদা আক্তার, কহিনুর আক্তার, সোবহানা মোস্তারী, শিরিন আক্তার, সানজিদা জান্নাত, দিশা বিশ্বাস, ফালগুনি চৌদুরী, মিষ্টি রানী সাহা ও সানজিদা আক্তার ।
বিকেএসপি দলের টেকনিক্যাল এ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন মো.আখিনুরজামান রূশো, কোচ ফাতেমা তুজ জোহরা ও ফিল্ডিং কোচ হিসেবে আছেন ডলি রানী সরকার।
মোট ৯টি দল এবারের লিগে অংশ নিচ্ছে ।
দল গুলো হলো: বিকেএসপি, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, খেলাঘর সমাজ কল্যান সমিতি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লি., গুলশান ইয়থ ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, কলাবাগান ক্রীড়া চক্র ও হিল্লোল যুব সংঘ ।
সকল খেলা বিকেএসপি’র ৩ ও ৪ নং ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে।
বিকেএসপি আগামী ২৫ সেপ্টেম্বর আবাহনী লি. এর সাথে খেলবে ।





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি