রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জেলা আনসার কমানডেন্ট এর সাংবাদিকের সাথে দুর্ব্যবহার
ঝিনাইদহ জেলা আনসার কমানডেন্ট এর সাংবাদিকের সাথে দুর্ব্যবহার
ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১১মি.) ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমানের সাথে রোববার দুপুরে দুর্ব্যবহার করেছে ঝিনাইদহ জেলা কমানডেন্ট আসহান উল্লাহ।
এ নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সাংবাদিকদের প্রতিবাদের মুখে জেলা আনসার ও ভিডিপি কমানডেন্ট নিজের কৃতকর্মের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, পুঁজামন্ডপগুলোতে দেওয়া কমান্ড সার্টিফিকেট (সিসি) অনুযায়ী ৩১৮ জন আনসার সদস্যদের ডিউটি দেখিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে নেন জেলা কমানডেন্ট আসহান উল্লাহ।
এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তথ্য ভিত্তিক খবর প্রকাশিত হয়। আজ রবিবার দুপুরে এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান ও তার ক্যামেরা পার্সন সাফওয়ান আব্দুল্লাহ অনিককে সাথে নিয়ে ঝিনাইদহ জেলা কমানডেন্ট আসহান উল্লাহ’র কক্ষে প্রবেশ করেন। প্রথমে তিনি তার গার্ড দিয়ে বাধা প্রদানের চেষ্টা করেন ও অসৌজন্য আচারণ করেন। কক্ষে প্রবেশের পর ক্যামেরা পার্সন অনিককে ধমক দিয়ে বের করে দেন।
প্রতিবাদ জানালে এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমানকেও বের করে দিতে বাধ্য হবেন বলে চরম ঐদ্ধত্য দেখান। জেলা কমানডেন্ট আসহান উল্লাহর এ ধরণের অসৌজন্য মুলক আচরণের খবর পেয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের নেতৃত্বে জেলায় কর্মরত অনলাইন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাব থেকে ছুটে যান জেলা আনসার ও ভিডিপি অফিসে। সেখানে জেলা কমানডেন্ট আসহান উল্লাহর ব্যবহারের প্রতিবাদ জানান সাংবাদিকরা। অফিসের বাইরে অবস্থান নেন প্রায় অর্ধশত সাংবাদিক। দুঃখ প্রকাশ করেন। জেলা কমানডেন্ট এর অফিস থেকে বেরিয়ে এসে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু বাইরে অপেক্ষমান সাংবাদিকদের পরো ঘটনা ব্রিফ করেন। তিনি জানান জেলা কমানডেন্ট আসহান উল্লাহ এমন দুর্ব্যবহারে অনুতপ্ত।

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী