সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ২ সহযোগি ও ইয়াবাসহ কাউন্সিলর সোহেল রানা আটক
মাটিরাঙ্গায় ২ সহযোগি ও ইয়াবাসহ কাউন্সিলর সোহেল রানা আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৩মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইয়াবাসহ মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড জনপ্রতিনিধি কাউন্সিলর মো. সোহেল রানা (৩৫)কে দুই সহযোগীসহ আটক করেছে সেনাবাহিনী। আটককালে তার ব্যক্তিগত প্রাইভেট কার থেকে ৭২পিস ইয়াবা ও এক পুরিয়া গাজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী আজ সোমবার বিকেলে দুই সহযোগীসহ কাউন্সিলর সোহেল রানাকে ৭২ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার ব্যক্তিগত প্রাইভেট কার ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।
আটককৃত কাউন্সিলর সোহেল রানা সম্প্রতি শিক্ষককে মারধরসহ একাদিক অনিয়মের অভিযোগে আলোচনায় উঠে আসে। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তার সাথে আটককৃত দুই সহযোগী হচ্ছে : একই এলাকার জসিম উদ্দিন (২৭) ও চাঁদপুরের কচুয়া উপজেলার আবুল খায়ের এর ছেলে মো. মোহন মীর (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে মাদক পাচার হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ১নং আরপি গেইটে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় সেনাবাহিনীর সদস্যরা। তল্লাশীকালে আজ সোমবার বিকেলে তার ব্যক্তিগত প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ