শুক্রবার ● ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পূর্ব শত্রুতার জেরে বাড়িতে অগ্নিকান্ড
পূর্ব শত্রুতার জেরে বাড়িতে অগ্নিকান্ড
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (৩ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে এন্তাজুলের বাড়িতে অগ্নিকান্ড ও হামলার অভিযোগ উঠেছে।
গত বুধবার আনুমানিক রাত ৩টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তারা গরু, ছাগল, টিউব ওয়েলসহ স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় এন্তাজুলের বাড়ির রান্নাঘর আগুনে পুড়ে ভষ্মীভুত হয়ে যায়।
ভুক্তভোগী হয়বতপুর এলাকার এন্তাজুলের ছেলে (৩৭) অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী চিরিরবন্দরের হযরতপুর এলাকার মৃত ইদ্রীস আলী মন্ডলের পুত্র হারুনুর রশীদ ও মামুনুর রশীদের নেতৃত্বে প্রায় শতাধিক লোক এ হামলায় অংশ নেয় এবং তাদের সকলেরই হাতে ধারালো অস্ত্র ছিলো। যাওয়ার সময় হামলাকারীরা একটি ধারালো বড় চাকু ফেলে যায়। নুর আলমসহ তার ভাইকে প্রান নাশের হুমকিও দেন বলে জানান তিনি।
দীর্ঘদিন যাবৎ এ খাস জমি দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর আগে একাধিকবার এ নিয়ে মীমাংসা করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান জানান, এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪