মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে — হান্নান শাহ
পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে — হান্নান শাহ

গাজীপুর প্রতিনিধি::বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে৷ আমরা একটা চান্স নিচ্ছি৷ নির্বাচন কমিশন ও সরকারকেও সুযোগ দিচ্ছি৷ তারা যাতে দেশবাসীর প্রত্যাশা ও আমাদের সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করে৷
৩০ নভেম্বর সোমবার সকালে গাজীপুরের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷
হান্নান শাহ বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন৷ জনগণ এ সরকারকে চায় না৷ তাই তারা পেশী শক্তি লাগিয়ে ফলাফল নিজের দিকে নেয়ার চেষ্টা করবে৷ যেহেতু এটা পৌর নির্বাচন ক্ষুদ্র এলাকা নিয়ে এখানে প্রার্থীদের আত্মীয় স্বজনও আছে৷ তারাও কাউকে ছেড়ে কথা বলবে না৷
তিনি বলেন, সরকারের মরণ ঘন্টা যে বাজবে এতে আমার কোনো সন্দেহ নেই৷ সরকার এবং নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে৷ কিন্তু নির্বাচন কমিশন প্রতিশ্রম্নতি দিলেও অতীতের কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করতে পারেনি৷ ওই সকল নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল৷ নির্বাচন কমিশনের লোকেরা জাল ভোট দিয়ে বাঙ্ ভর্তি করেছে৷ যা বিশ্ববাসী ও সারাদেশের লোকজন দেখেছে৷
এ সময় হান্নান শাহর সঙ্গে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও প্রাক্তন সভাপতি ড. এডভোকেট শহীদুজ্জামান, মঞ্জুর মোর্শেদ প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
২০০৭ সালে কাপাসিয়া থানায় মারামারি মামলায় হাজিরা দিতে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন হান্নান শাহ ৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ