শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে শনিবার মানববন্ধন
সিলেটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে শনিবার মানববন্ধন
সিলেট প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার উপর সন্ত্রাসী হামলা ও তার বাসায় ভাংচুরের প্রতিবাদে শনিবার কাল ২৩ ডিসেম্বর দুপুর ১২ টার সময় এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
আজ ২২ ডিসেম্বর শুক্রবার বিকালে মেন্দিবাগস্থ আতাউর রহমান আতার বাসা গিয়ে তার চিকিৎসার সর্বশেষ খোজ খবর নেন ও ঘটনাস্থ পরিদর্শন শেষে এসোসিয়েশন নেতৃবৃন্দ উপরোক্ত কর্মসূচি ঘোষনা করেন।
এসময় নেতৃবৃন্দ হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন , ফটো সাংবাদিকরা সর্বদা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কাজ করেন। সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করতে সততা ও নিষ্টার সহিত কাজ করে যাচ্ছে। সিলেটের সাংবাদিকতার ইতিহাস হচ্ছে আতাউর রহমান আতা আর সেই ব্যাক্তির উপর হামলা মানে হচ্ছে মানবতার উপর হামলা। যে সকল সন্ত্রাসীরা এই ধরনের ন্যাক্কার জন ঘটনা ঘটিয়েছে তাদের সকলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ শনিবার দুপুর ১২ টার মানববন্ধন কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, প্রতিষ্টাতা সদস্য আফতাব উদ্দিন, দুলাল হোসেন, ইমজা’র সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, এসোসিয়েশনের সহ-সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাববী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, কার্যকারী সদস্য এস এম রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম ও সদস্য ইকবাল মুন্সি প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার মেন্দিবাগ’র বাসায় ৯.৩০ মিনিটের দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসী হামলায় আতাউর রহমান আতা ও তার মেয়ে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে