মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
শ্রীপুরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) গাজীপুরের শ্রীপুরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
গতকাল ২৫ ডিসেম্বর সোমবার দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার রাজাবাড়ী গ্রামে শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র দাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মন্দিরের সামনে আসবাবপত্র এলোমেলো দেখতে পেয়ে প্রতিমার দিকে এগিয়ে যান। পরে মাটিতে লক্ষ্মী প্রতিমার মাথা পড়ে থাকতে দেখেন। তবে লক্ষ্মী প্রতিমার পাশে জয়া এবং বিজয়ার প্রতিমা অক্ষত রয়েছে। কারা প্রতিমার মাথা ভাংচুর করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। তিনি জানান, মন্দিরের মূল গেট খোলা ছিল। তবে কারা প্রতিমা ভাংচুর করেছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
তিনি আরও জানান, ২০০১ সাল থেকে দুর্গা পূজা ছাড়া বাকি সব পূজা উৎসব সামাজিকভাবে এ মন্দিরে পালন করে আসছেন।
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, ঘটনাটি ভোরে শুনেছেন। মন্দিরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও একজন চৌকিদার পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসলে বিস্তারিত বলা যাবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সকালে প্রতিমার মাথা ভাঙার খবর পেয়েছি। সেখানে একজন উপ-পরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ