রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » পিএসসিতে গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য
পিএসসিতে গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য
সিলেট প্রতিনিধি : (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৩০মি.) গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রাইমারী শিক্ষা প্রতিষ্টান গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে ৩৩ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে এ-প্লাস পেয়েছে ৩ জন শিক্ষার্থী। এ-গ্রেড পেয়েছে ১৮ জন।
বাকি ১২ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবতার হোসেন বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও আমাদের শিক্ষা প্রতিষ্টান শতভাগ ফলাফল অর্জন করেছে। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় এ ফলাফল এসেছে।
আর এ কৃতিত্যের পেছনে এলাকার সচেতন মানুষ এবং স্কুল পরিচালনা কমিটির দিক নির্দেশনামূলক তদারকি ও ভূমিকা রয়েছে।
এসময় তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।





ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে