শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » প্রেমে ব্যর্থ হয়ে কলেজের ছাত্রীকে কুপিয়েছে বখাটে প্রেমিক
প্রেমে ব্যর্থ হয়ে কলেজের ছাত্রীকে কুপিয়েছে বখাটে প্রেমিক
ময়মনসিংহ অফিস :: (৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৫মি.) ময়মনসিংহে প্রেমে প্রেমে ব্যর্থ হয়ে এক কলেজ ছাত্রিকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক বখাটে যুবক। গুরুতর আহত ছাত্রী লিমা (২০) ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি ফুলপুর উপজেলায়।
গতকাল শুক্রবার ১৯ জানুয়ারি সন্ধা সাড়ে ৭টার দিকে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত কলেজ ছাত্রী লিমা শহেরর গুলকিবাড়ি এলাকায় একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করতো, বর্তমানে লিমা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে সজ্ঞাহীন আবস্থায় চিকিৎসাধীন আছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, লিমার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে আনার পর থেকে সে সজ্ঞাহীন রয়েছে এবং তার অপারেশন চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমার সাবেক প্রেমিক কাশেম কলেজ ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে গাংগিনাপাড় এলাকায় এলোপাথাড়ি কোপায়। সাবেক প্রেমিক কাসেমের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক থাকার পর বর্তমানে ‘ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কাশেম ক্ষুর দিয়ে গলায়, হাতে ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে লিমার বান্ধবীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শাকের আহম্মেদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, জেলার ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলী গ্রাামের আব্দুল হাকিমের ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে লিমাকে কোপানোর অভিযোগ পেয়েছেন তারা।কাশেম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন জানিয়ে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশেম তাকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় ডেকে নেন। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় ‘কাশেম বখাটে, মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার ওপর এ হামলা হয়েছে। বখাটেকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪