রবিবার ● ৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জীবনের নিরাপত্তা চেয়ে দিনমজুর তোফাজ্জলের সাংবাদিক সম্মেলন
জীবনের নিরাপত্তা চেয়ে দিনমজুর তোফাজ্জলের সাংবাদিক সম্মেলন

বগুড়া প্রতিনিধি :: রবিবার সকাল ১১টায় বগুড়া প্রেস ক্লাবে গাবতলী’র দিনমজুর তোফাজ্জল হোসেন’কে ‘ক্রস ফায়ারের’ ভয় দেখিয়ে জোরপূর্বক সাদাকাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আইসি এসআই আনোয়ার হোসেনসহ প্রতিপক্ষ’দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে লেখিত বক্তব্য পাঠ করে জীবনের নিরাপত্তা চেয়েছেন ভোক্তভোগী দিনমজুর তোফাজ্জল হোসেন ও তার পরিবারের সদস্যরা ৷
দিনমজুর তোফাজ্জল হোসেন গাবতলী’র বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতল্লা গ্রামের মৃত চান্দুল্লাহ মন্ডলের পুত্র ৷ সাংবাদিক সম্মেলনে লেখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, দূীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে জমিজমা নিয়ে একই ইউনিয়নের মোজাম্মেল মন্ডলের পুত্র টনি মন্ডলের বিরোধ চলে আসছিল ৷ এর জেরধরে প্রতিপক্ষ টনি মন্ডলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত ৮জানুয়ারী১৫ইং আমাদের উপর হামলা চালিয়ে প্রকাশ্যে দিবালোকে আমার একমাত্র কন্যা বিলকিছ বেগমকে হত্যা করে ৷ এঘটনায় আমরা গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করি ৷ মামলানং-০৬/১৫৷ এরপর মামলা আসামীগন জামিনপ্রাপ্ত হয়ে আবারো আসামী টনি মন্ডল, অরুন, তুষার, জাহের, শামসু, মিঠু, গোফফার পুনরায় আমার ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ আমার দখলীয় সম্মত্তিতে রোপনকৃত আমনধান জোরপূর্বক কাটিয়া নেওয়ার চেষ্টা করে ৷ আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিলে আমার পরিবারের সদস্যদের’কে এলোপাথারী ভাবে মারপিট করে আমাকে ৭দিনের মধ্যে আমার বাপ দাদার ভিটে মাটি ছাড়িয়া অন্যত্র চলিয়া যাইতে বলে ৷ নইলে আমার ঘরের ভিতর জীবন্ত পুড়িয়া মারার হুমকি দিয়া চলিয়া যায় ৷ উক্ত ঘটনায় আমি গত ১৪নভেম্বর১৫ইং গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি ৷ যাহারনং- ৫৬২৷ এরপর জিডি’র প্রেক্ষিতে গত ২৩নভেম্বর গাবতলী মডেল থানার বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আনোয়ার হোসেন স্বাক্ষরিত নোটিশ মোতাবেক আমিসহ আমার পরিবারের সদস্যরা গাবতলী মডেল থানায় হাজির হয় ৷ এরপর এসআই আনোয়ার হোসেন ও আমার কন্যা’র হত্যা মামলা আসামীগণ যোগসাজসে আমাকে থানা হাজতে নিয়ে আমিসহ আমার পরিবারের সদস্যদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধামকি প্রদর্শন, মারপিট ও ‘ক্রস ফায়ার করার’ ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে আমার নিকট থেকে স্বাক্ষর করিয়া নেয় ৷ এসময় এসআই আনোয়ার হোসেন আমার দখলীয় জমিতে না যাওয়ায় জন্য হুমকি দেয় ৷ হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকলেও আসামীদের সহিত প্রকাশ্যে এসআই আনোয়ার হোসেন কলাকোপা সুবাদবাজারে চলাফেরা ও চা দোকানে বসে আড্ডা দিতে দেখা যায়৷ সাংবাদিক সম্মেলেনে তোফাজ্জল হোসেন আরো জানান, এমনকি আসামীদের অবস্থান সম্পর্কে পুলিশকে জানানো হলেও পুলিশ তাহাদের গ্রেফতার করছে না ৷ উক্ত আসামীদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একাধিক হত্যা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন মামলা (মামলানং-জিআর ২৭১/১২ গাবঃ, জিআর ৪১/১৩ গাবঃ, জিআর ২৭৩/১২ গাবঃ, জিআর ২০/১৩ গাবঃ) সহ প্রায় ১৫ থেকে ২০টি মামলা বিচারাধীন রয়েছে ৷ কুখ্যাত সন্ত্রাসী অরুন ও টনি বাহিনী’র অত্যাচারে প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন অপরাধ চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে ৷ এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকার সহজ সরল লোকজন ভয়ে কোন প্রতিবাদ করার সাহস পাই না৷ এমনকি তাহাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না ৷ ফলে আমিসহ আমার পরিবারের সদস্যরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি৷ এছাড়াও যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের’কে সন্ত্রাসীগণ হত্যাসহ যে কোন অপ্রতিকর ঘটনা ঘটাইতে পারে ৷ ফলে বিষয়টি বগুড়া পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি ৷ এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিনমজুর সোহেল রানা বিটুল, হাফিজার রহমান, মোমেনা বেগম, টুনু মিয়া, বিপুল প্রমূখ ৷





রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী