মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সড়ক দূর্ঘটনায় মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দারের অকাল মৃত্যু
সড়ক দূর্ঘটনায় মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দারের অকাল মৃত্যু
বাগেরহাট অফিস :: (১৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী শিল্প সমাদ্দারের অকাল মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠান শেষে বাগেরহাট ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন তিনি। এদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ বাগেরহাট এসে পৌছালে তার শুভাকাংখিসহ বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে শোকের ছায়া নেমে পরে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও জেলা কমিউনিস্ট পার্টির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।
১৯৫৩ সালে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় শিল্পী সমাদ্দারের জন্ম। তিনি আমলাপাড়া এলাকার জিতেন্দ্রনাথ সমাদ্দারের সাত ছেলে মেয়ের মধ্যে সবার বড় ছিলেন। শিল্পী সমাদ্দার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উর্ত্তীর্ণ হয়ে সরকারি পিসি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হন। শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শিল্পী সমাদ্দার সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডেও যুক্ত হন। তিনি বর্তমানে বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি। এরআগে তিনি মহিলা পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন।
এদিকে শিল্পী সমাদ্দারের অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।





চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার
ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো