বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » গুনীজন » গ্রামের পথে বীরপ্রতীক কাঁকন বিবির লাশ : ইউনানী কন্ঠের শোক
গ্রামের পথে বীরপ্রতীক কাঁকন বিবির লাশ : ইউনানী কন্ঠের শোক
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.২২মি.) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীরযোদ্ধা কাঁকন বিবির লাশ নিয়ে গ্রামের বাড়ির পথে তার পরিবার।
আজ ২২ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল হক চৌধুরী ‘বীরঙ্গনা কাঁকন বিবির লাশ তার মেয়ের কাছে হস্তান্তর করেন। এসময় তার পরিবারের সদস্যারা উপস্থিত ছিলেন।
তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লীপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাযায়।
উল্লেখ্য যে, বুধবার (২১মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে গত সোমবার (১৯ মার্চ) কাঁকন বিবি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসের একাংশও কাজ করছিল না বলে জানিয়ে ছিলেন চিকিৎসকরা।
১৯৭১ সালে ৩ মাস বয়সী মেয়ে সখিনাকে রেখে মুক্তিযুদ্ধে যান কাঁকন বিবি। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করলেও পরবর্তী সময়ে সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি। পাক বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকারও হয়েছেন বীর এই যোদ্ধা। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন।
মুক্তিবেটি কাঁকন বিবির মৃত্যুতে সাপ্তাহিক ইউনানী কন্ঠ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। আজ সকালে এক শোক বার্তায় ইউনানী কন্ঠ পরিবার এ শোক জ্ঞাপন করে।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু