বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » জাতীয় » পুরষ্কার পাচ্ছে ময়মনসিংহের দুই ক্ষুদে শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী পোষ্টার
পুরষ্কার পাচ্ছে ময়মনসিংহের দুই ক্ষুদে শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী পোষ্টার
ময়মনসিংহ অফিস :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪২মি.) ময়মনসিংহের দুই ক্ষুদে শিক্ষার্থী দুর্নীতি বিরোধী পোষ্টার অংকন করে পুরষ্কার পাচ্ছেন। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পোস্টার অংকন প্রতিযোগিতা-২০১৭ এ সারাদেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) স্কুলের দশম শ্রেণির ছাত্রী সানজানা সাদনীন যূথী ‘ক’ বিভাগে প্রথম স্থান ও ‘ক’ বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ইসতাক তাজরিয়ান খান তৃতীয় স্থান অধিকার করেন বলে জানান কেবি স্কুল কর্তৃপক্ষ।
আগামী ২৭ মার্চ মঙ্গলবার ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করবে তাঁরা। এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারীরা পুরষ্কার হিসেবে পাবে ক্রেস্ট, একটি সনদ ও নগদ অর্থ।
প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশের জেলা পর্যায়ে উক্ত প্রতযোগিতায় ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের পোস্টার ও কার্টুন জমা দেয়। প্রাপ্ত পোস্টারসমূহ বিজ্ঞ বিচারক মন্ডলীগণের মূল্যায়নের পর সারাদেশে এ পোস্টার প্রতিযোগিতায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি)স্কুলের দশম শ্রেণির ছাত্রী সানজানা সাদনীন যূথী ‘ক’ বিভাগে প্রথম স্থান ও ‘ক’ বিভাগে একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ইসতাক তাজরিয়ান খান তৃতীয় স্থান অধিকার করে পুরস্কারের জন্য মনোনীত হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা