বুধবার ● ২৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথ বিএনপির সভাপতি’সহ ৬নেতার জামিন লাভ
বিশ্বনাথ বিএনপির সভাপতি’সহ ৬নেতার জামিন লাভ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.১৪মি.) খালেদা জিয়ার সাঁজার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে পুলিশের অনুমতি ছাড়া লিফলেট বিতরণ ও মিছিল বের করায় পুলিশের দায়েরকৃত মামলার অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান) সহ ৬ নেতা জামিন লাভ করেছেন। গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) হাইকোর্ট থেকে তারা জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন: জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন ও যুবদল নেতা রিপন আহমদ।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকা লিফলেট ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এরপর পৃথক অভিযান চালিয়ে ৮নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তিতে তারা জামিনে মুক্তি লাভ করেন।





আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে
গণ -অভ্যুত্থানের বিজয়কে খন্ডিত করা ফেলা হচ্ছে
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
অজ্ঞাত কারণে জুলাই ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ায় অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রাখা হয়েছে