রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকাতি মামলার নারী আসামিসহ গ্রেফতার-২ : লুণ্ঠত মোবাইল উদ্ধার
ডাকাতি মামলার নারী আসামিসহ গ্রেফতার-২ : লুণ্ঠত মোবাইল উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫৫মি.) সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি নারীসহ দুইজনকে গ্রেফতার করে ও লুণ্ঠত দুটি মোবাইল সেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের নাম পরে দেয়া হবে বলে পুলিশ জানায়।
আজ রবিবার সকালে অভিযান চালিয়ে তাদের মৌলভীবাজার জেলার রাজনগর ও সিলেটের ওসমানীনগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছে থেকে লুণ্ঠত দুটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
এদিকে, ডাকাতি মামলার আসামি গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর থানায় কর্মরত অন্যান্য অফিসারবৃন্দ থানার ওসিকে ফুল দিয়ে বরণ করেন।
পুলিশ সূত্রে জানাগেছে, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোদা (ওসি) ও দুলাল আকন্দ (ওসি-তদন্ত) এর নেতৃত্বে একদল পুলিশ ডাকাতি মামলার আসামি গ্রেফতার করতে গতকাল ভোর বেলায় অভিযান চালায়। অভিযানকালে ডাকাতি মামলার দুই আসামি ও লুষ্ঠত দুটি মোবাইল সেট উদ্ধার করে। উদ্ধারকৃত দুটি মোবাইল সেটের মধ্যে মৌলভী বাজার জেলায় ডাকাতির একটি মোবাইল ও অপরটি বিশ্বনাথের কোনারাই গ্রামে ডাকাতদের লুণ্ঠতকৃত মোবাইল সেট।
জানাগেছে, গত বছরের ৪ মে বুধবার দিবাগত ভোররাতে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী আফছর আলীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতিকালে হাফপ্যান্টে পরিহিত ডাকাত দল প্রবাসীর মা ও ছোট ভাইকে মারধর করে স্বর্ণ-টাকা’ মোবাইলসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় প্রবাসীর আত্বীয় মিজানুর রহমান বাদি হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং ৪ (তাং-৪.৫.২০১৭ ইং)।
ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গত বছরের মে মাসে উপজেলার কোনারাই গ্রামে ডাকাতি সংগঠিত হয়। গ্রেফতারকৃতরা ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং এঘটনা কারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ করেছে। তাদের কাছ থেকে লুণ্ঠত মোবাইল সেট উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।





রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত