বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » ত্রিরত্ন উপসনা গ্রন্থের মোড়ক উন্মোচন ১৩ এপ্রিল
ত্রিরত্ন উপসনা গ্রন্থের মোড়ক উন্মোচন ১৩ এপ্রিল
রাউজান প্রতিনিধি :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) আগামী ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় পশ্চিম গুজরা কাঝর দীঘির পাড়স্থ প্রতিষ্টিত বিহার জেতবন কমপ্লেক্স মিলনায়তনে শিক্ষক ও লেখক দীপংকর বড়ুয়া ও তাঁর সহধর্মনী সুপ্রভা বড়ুয়ার নামে সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যায় নিয়ে দীপংকর-সুপ্রভা ট্রাষ্ট-এর অভিষেক, শিক্ষক দীপংকর বড়ূয়া রচিত ও দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি ফোরাম কর্তৃক প্রকাশিত ”ত্রিরত্ন উপসনা” গ্রন্থের মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও বৈকালিক সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো মহোদয়, আশীর্বাদক হিসাবে উপস্থিত থাকবেন, সহ উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বিকিরন প্রসাদ বড়ুয়া, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরো এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ডক্টর কুন্তল বড়ুয়।
অনুষ্ঠানে দীপংকর-সুপ্রভা ট্রাষ্ট ও দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি ফোরামের পক্ষ থেকে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।





৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে মুহুরী রতনের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই