রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়েত বৌদ্ধ সমিতির উদ্যোগে বর্ষবিদায় ও বর্ষবরণ
কুয়েত বৌদ্ধ সমিতির উদ্যোগে বর্ষবিদায় ও বর্ষবরণ
কুয়েত প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের উদ্যোগে বাঙ্গালীর প্রাণের উৎসব বর্ষবরণ ১৪২৫ বঙ্গাব্দ ও বর্ষবিদায় উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে গতকাল ১৩ এপ্রিল শুক্রবার কুয়েত সিটির রাজধানী রেস্টুরেন্টে। অশোক বড়ুয়া’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সমাজসেবক প্রিয়তোষ বড়ুয়া (বাবু) মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, বিনয় প্রসাদ বড়ুয়া ও সন্তোষ বড়ুয়া।
শুরুতেই বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা পরিচালনা করেন উওম বড়ুয়া (২)। অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন সংঘতরু বড়ুয়া ,সজল বড়ুয়া,দীপন বড়ুয়া ও সুজন বড়ুয়া।
সুমন রাজ বড়ুয়া,র সঞ্চলনায় উদ্ধোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে উওম বড়ুয়া (১) ও বাবুল বড়ুয়া(২)।
বর্ষবরণ ও বর্ষবিদায় শুভেচ্ছা বিনিময় ও সমিতি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন দেবপূর্ণ বড়ুয়া, স্বপন বড়ুয়া,দুলাল বড়ুয়া, বটন বড়ুয়া, মঞ্জন বড়ুয়া,রুবেল বড়ুয়া ও লিটন বড়ুয়া।
এসময় উপস্হিত ছিলেন বাবুল বড়ুয়া (১) জয়সেন বড়ুয়া, সুভাষ বড়ুয়া, টিটু বড়ুয়া ও সমিতির সদস্যগন।
সভায় বক্তরা হতাশা গ্লানিময় অতীতকে ভুলে গিয়ে নতুন করে অসম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন বছর বয়ে আনুক সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি এই কামনা করেন।
শেষে সহ সভাপতি প্রিয়তোষ বড়ুয়া’র সৌজন্য দেশীয় স্বাদে মনোমুগ্ধকর এক নৈশ ভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্ত করা হয়।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস