সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » চেক ডিজঅনার মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার
চেক ডিজঅনার মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৩মি.) সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরীকে ২৫ লাখ টাকা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ১৫ এপ্রিল রবিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌসুল হোসেন জানান, চেক ডিজঅনারের দু’টি মামলায় পলাতক ছিলেন ইমরান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
তিনি আরো জানান, গত ৮ ফেব্রুয়ারি নগরীর উপশহর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন চৌধুরী সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইমরান চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন। এ দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ইমরান নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার এ-ব্লকের তিন নম্বর বাসার বাসিন্দা শরফ উদ্দিন চৌধুরীর ছেলে।





শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন