সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত : ২ ঘন্টা মহাসড়কে অবরোধ
ময়মনসিংহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত : ২ ঘন্টা মহাসড়কে অবরোধ
ময়মনসিংহ অফিস ::(৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) ময়মনসিংহ সদর উপজেলায় ভ্যান চালিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
আজ ১৬ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই পাঁচরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান চুরখাই এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, চুরখাই বাজারের বাসিন্দা আবদুল মান্নান ভ্যান চালিয়ে রাস্তা পারাপারের সময় মাছভর্তি ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দু’দিকে আটকেপড়া যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
পরে পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে দুইঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ