মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা পরিষদের কলেজ ও বিদ্যালয়ে ফাইবার বোট প্রদান
রাঙামাটি জেলা পরিষদের কলেজ ও বিদ্যালয়ে ফাইবার বোট প্রদান

ষ্টাফ রিপোর্টার :: ২২ সেপ্টেম্বর : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে রাঙামাটির দুর্গম বরকল উপজেলার রাগীব রাবেয়া মহাবিদ্যালয়ে ১টি ও জুরাছড়ি উপজেলার পানছড়ি ভূবনজয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি মোট ২টি ইজ্ঞিনচালিত ফাইবার বোট বিতরণ করা হয়েছে ৷
মঙ্গলবার রাঙামাটির পাবলিক হেল্থ এলাকার জলযান ঘাটে বরকল উপজেলার রাগীব রাবেয়া মহাবিদ্যালয়ের প্রভাষক রাসেল চাকমা ও জুরাছড়ি উপজেলার পানছড়ি ভূবনজয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমার হাতে এ বোট দুটির চাবি হসত্মানত্মর করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদরে সদস্য সবির চাকমা ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন উপস্থিত ছিলেন ৷

বোট বিতরণকালে চেয়ারম্যান বলেন, শিক্ষাক্ষেত্রে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার প্রধান সমস্যা হলো দুর্গমতা এবং যোগাযোগ বিচ্ছিন্নতা ৷ এসব এলাকায় শিক্ষার্থীদের বাড়ী স্কুল থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে আসতে পারেনা ৷ তাই স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ দুর্গম এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে ।
তিনি বলেন, এখানে অনেক এনজিও রয়েছে যারা শিক্ষা নিয়ে কাজ করে থাকে ৷ এসব এনজিও গুলোর বেশীর ভাগই দেখা যায় বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান করতে ৷ তিনি বলেন, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়েও গুরুত্ব দিতে হবে ৷ শিক্ষার্থীদের এই সমস্যা দূরীকরণে সরকারের পাশাপাশি এনজিও, সমাজের বিত্তবান ও বিদ্যালয় পরিচালনা কমিটি যদি এগিয়ে আসে তাহলে শিক্ষাক্ষ ত্রে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরো অনেক দূর এগিয়ে যাবে ৷
আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ৮.৩৩ মিঃ





কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী